বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ০৯ নভেম্বর ২০২৪ ১৪ : ২৬Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: মাকে ফোন করে ছাত্রীর শেষ কথা ছিল, 'ওরা আমাকে বাঁচতে দেবে না।' এর কিছুক্ষণ পরই পূর্ব বর্ধমানের কালনার জিউধারা রেলগেট সংলগ্ন এলাকায় দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ওই ছাত্রীর ট্রেনের ধাক্কায় দ্বিখণ্ডিত দেহ উদ্ধার হয়। শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। মৃতা ধাত্রীগ্রামের বাসিন্দা।
জানা গিয়েছে, কৃষ্ণদেবপুর ওই স্কুলের ছাত্রীটি মায়ের সঙ্গে কালনা শহরে একজন ইংরেজি গৃহ শিক্ষকের কাছে পড়তে আসত। শুক্রবারও তার অন্যথা হয়নি। ওইদিন তাড়াতাড়ি পড়া শেষ হয়ে যায় এবং শিক্ষক ছুটি দিয়ে দেন। ফলে কিছুটা আগেই কোচিং সেন্টার থেকে বেরিয়ে পড়ে ওই ছাত্রী। তার কিছুক্ষণ পরই মায়ের কাছে সে ফোন করে বলে জানা যায়। তখনই সে জানায়, ওরা তাকে বাঁচতে দেবে না। জানা গিয়েছে, এই কথা বলার পরই তাঁর ফোনের লাইন কেটে যায়।
একেবারে ভেঙে পড়েছেন মেয়ের মা। তিনি জানান, 'ও খুব ভাল মেয়ে ছিল। দেড় বছর আগে ওর বাবার সঙ্গে বড় দুর্ঘটনায় পড়ে। দীর্ঘদিন ট্রমা কেয়ারে থাকতে হয়। সেই অবস্থা থেকে ও বেরিয়ে এসে নিজের জায়গা তৈরি করছিল। নিটের প্রস্তুতি নিচ্ছিল। খোঁজ নিয়ে দেখুন খুব ভাল মেয়ে ছিল। যেমন ব্যবহার, তেমনই পড়াশুনায় ভাল ছিল। আমার মেয়ে ছিল ধাত্রীগ্রামের টপার। কাল আমায় ফোন করে বলে, মা ওরা আমায় বাঁচতে দেবে না। তারপর বারবার কল করে ওকে আর পাইনি। রিং হয়েই যায়।' তিনি বলেন, 'আমরা কাউকে সন্দেহ করতে পারছি না। ওর সঙ্গে কারও ঝামেলার কথা শুনিনি।' স্টেশনের সিসিটিভি ফুটেজে ঘটনার খানিক আগেও মেয়েটিকে দেখা গিয়েছে বলে জানা গিয়েছে।
রাতেই খবর পেয়ে কালনা জিআরপি অফিসে হাজির হন মৃতার পরিজনরা। গোটা এলাকা জুড়ে শোকের ছায়া। ঘটনায় তৈরি হয়েছে রহস্য। কেন এই ঘটনা ঘটল বা ঘটনার নেপথ্যে ঠিক কী কারণ ছিল তা নিয়ে ধন্দে সবাই। বাড়ির লোকের সঙ্গে কথা বলে পুলিশ জানতে চাইছে গত কয়েকদিন ধরে ছাত্রীর আচরণ কেমন ছিল এবং সে ঘরে কাউকে কোনও বিষয় নিয়ে ভীতি প্রকাশ করেছিল কিনা। কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ বলেন, 'বিষয়টি তদন্তসাপেক্ষ। পুলিশি তদন্তেই সত্য বেরিয়ে আসবে।' পুলিশের একটি সূত্র জানায়, যার কাছে পড়তে গিয়েছিল সেই গৃহশিক্ষক এবং ছাত্রীর বন্ধুদেরও জিজ্ঞাসা করা হবে।
#Student expressed deep concern#East Bardhaman
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
স্ট্রোক হলে আর রেফার নয়, স্থানীয় হাসপাতালেই রাজ্যের মানুষ পাবেন বিশ্বমানের চিকিৎসা, নয়া উদ্যোগ স্বাস্থ্য ভবনের...
সুন্দরবনে বেড়াতে গিয়ে ঘটল বিপত্তি, মাতলার জলে পড়ে নিখোঁজ পর্যটক...
পানাগড়ের সেনা ছাউনিতে সন্দেহভাজন যুবক গ্রেপ্তার! জঙ্গি যোগ? তদন্তে পুলিশ...
বৃহস্পতিবার রাতেই চিকেন'স নেকে অমিত শাহ, যাবেন বাংলাদেশ সীমান্তের রাণিডাঙায়...
ঝলমলে শ্রীরামপুর-চন্দননগর-ব্য়ান্ডেল, চলবে প্রমোদতরী, বড়দিনের সূচনা মুখ্যমন্ত্রীর...
বিষধর সাপ থেকে বাঘরোল, নেশা অনাথ শাবকদের উদ্ধার করা, বাড়িতেই মিনি হাসপাতাল গড়েছেন যুবক ...
হয় ব্যবস্থা নিন নয়তো ঘেরাও করব, জেলার নার্সিংহোম প্রসঙ্গে সিএমওএইচ-কে হুঁশিয়ারি বিধায়কের ...
বিশেষ চাহিদাসম্পন্নদের শংসাপত্র নিয়ে রমরমিয়ে চলছে দালাল চক্র, হাতেনাতে আটক এক...
দার্জিলিংয়ে শুরু হতে চলেছে টি ফেস্ট, যোগ দিচ্ছে সুইডিশ রক ব্যান্ড...
তথ্যপ্রযুক্তিতে আরও এগিয়ে গেল বাংলা, ইনফোসিসের দ্বিতীয় ক্যাম্পাস উদ্বোধন করলেন মমতা...
ঘুষের বিনিময়ে ফিট সার্টিফিকেট, চিকিৎসকের কারাদণ্ডের নির্দেশ ...
ভাতারে বৃদ্ধ দম্পতির দেহ উদ্ধার, এলাকায় ছড়িয়েছে আতঙ্ক ...
বাড়িতে ঢুকে সাত মণ ধান সাবাড়, শুঁড়ে করে এক বস্তা ধান নিয়ে জঙ্গলে ফিরল হাতি ...
হাওড়ায় বন্ধ থাকবে পানীয় জল সরবরাহ, কবে মিলবে?
নলেনগুড়ের সঙ্গে মিশে যাচ্ছে চিনি! হুবহু এক দেখতে হলেও মিলছে না সেই একই স্বাদ, শীতের মুখেই মনখারাপ...